বড় পর্দায় দেখা দেবেন মেহজাবীন
টিভি নাটক, বিজ্ঞাপন, ডিজিটাল মিডিয়া থেকে ওটিটি সব মাধ্যমেই জনপ্রিয় তিনি। অভিনয় জগতে কাজ করছেন ১৫ বছর ধরে। নানা রকম চরিত্র তাঁকে এনে দিয়েছে দর্শকস্বীকৃতি। অপূর্ণতা ছিল একটা জায়গায়। সিনেমায় কখনো দেখা যায়নি এ অভিনেত্রীকে। সেই অপূর্ণতা ঘুচতে যাচ্ছে। প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন মেহজাবীন চৌধুরী। চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এসেছে সিনেমাটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা। চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ‘প্রিয় মালতী’ শিগগিরই মুক্তি পাচ্ছে সিনেমা হলে।
শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় মেহজাবীন অভিনয় করেছেন নামভূমিকায়। দেশের প্রেক্ষাগৃহে প্রথমবার নিজের সিনেমা মুক্তি নিয়ে কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন মেহজাবীন। তাঁর মনে পড়ে যায় ক্যারিয়ারের শুরুর দিকের কথা। বলেন, ‘শুরু থেকেই দর্শকেরা আমার পাশে ছিলেন।
সহ-প্রযোজক রেদওয়ান রনি, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, প্রযোজক আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাশগুপ্ত
সহ-প্রযোজক রেদওয়ান রনি, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, প্রযোজক আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাশগুপ্তচরকির সৌজন্যে
আমি যখন নতুন, তখন থেকে এখন পর্যন্ত, যত গল্প, যত চরিত্র, প্রায় সবই দর্শক গ্রহণ করেছেন, ভালোবাসা দিয়েছেন। তাঁদের ভালোবাসার জন্যই আমি এতদূর আসতে পেরেছি। আমার বিশ্বাস, দর্শকেরা আমার সিনেমা দেখতেও প্রেক্ষাগৃহে আসবেন এবং পছন্দ করবেন।’
এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায়। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই প্রদর্শিত হওয়ার পর প্রশংসিত হয়েছে সিনেমাটি। দেশের প্রেক্ষাপটে বানানো হলেও সিনেমাটির সঙ্গে সহজেই সংযুক্ত হতে পেরেছেন বিদেশি দর্শক।
মেহজাবীন বলেন, ‘আন্তর্জাতিক দর্শকদের প্রশংসা পেয়ে আমার ভালো লেগেছে, কিন্তু আমি অপেক্ষা করছি দেশের দর্শকদের সিনেমাটি দেখানোর জন্য। তাঁদের প্রতিক্রিয়া আমার কাছে অমূল্য। দেশের দর্শকদের ভালো লাগলেই আমি সবচেয়ে বেশি খুশি হব।’
‘প্রিয় মালতী’র মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে শঙ্খ দাশগুপ্তর। তিনি জানান, এটি যাপিত জীবনের গল্প। সবাই নিজেদের সঙ্গে মেলাতে পারবেন। নির্মাতা বলেন, ‘সময়টা অন্য রকম। সবখানেই সংস্কার চলছে। আমার সিনেমায়ও সংস্কারের আবেদন অন্তর্নিহিত আছে। আশা করছি, দর্শকেরা সিনেমাটি দেখার পর ভাববেন এবং সবার ভালো লাগবে।’ চলতি বছরের এপ্রিল মাসে সিনেমাটির ঘোষণা আসে।
সিনেমার অন্যতম প্রযোজক আদনান আল রাজীব বলেন, ‘“প্রিয় মালতী”র গল্পটা এতটাই আলাদা যে মনে হয়েছে, এই সিনেমা হওয়া দরকার, সেই তাগিদ থেকেই যুক্ত হওয়া। শঙ্খ আর তাঁর ভালো সিনেমা বানানোর প্রতি যে চেষ্টা, তা সব সময়ই আমাকে আকৃষ্ট করেছে। একজন সহকর্মী, চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি মনে করি একে অপরকে সমর্থন করা এবং একসঙ্গে বেড়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আমি সব সময়ই ভালো পরিচালকদের সমর্থন করেছি এবং ভবিষ্যতেও করব। এ সিনেমার মূল চরিত্র মালতীর মাধ্যমে আরও অনেক মালতীকে আমরা বোঝার চেষ্টা করেছি। দেশের এমন অনেক নারীর প্রতিচ্ছবি তুলে আনার চেষ্টা করেছি বড় পর্দায়।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘প্রেক্ষাগৃহে নানা রকম গল্পের প্রয়োজন। জমজমাট সিনেমার পাশাপাশি বাস্তবধর্মী, গল্পনির্ভর সিনেমাও দরকার। “প্রিয় মালতী” আমাদের দৈনন্দিন জীবনের গল্প, আমাদের জীবনে ঘটে যাওয়া গল্পের সিনেমা। যে কেউ এ সিনেমাকে আপন করে নিতে পারবেন। সিনেমাটির মাধ্যমে সবার প্রিয় অভিনেত্রী মেহজাবীন বড় পর্দায় আসছেন, এ নিয়েও দর্শকের আগ্রহ অনেক। শিগগিরই আমরা মুক্তির তারিখ ঘোষণা করব।